সংসদ প্রতিবেদক : প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগামের সহায়তায় ঔষধ ব্যবসার নৈরাজ্য বন্ধে ওয়েব পোর্টাল ও মোবাইল অ্যাপ্লিকেশন মাধ্যমে অনলাইন ভিত্তিক রিপোটিং প্রকল্পের কার্যক্রম প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বৃহস্পতিবার জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে টেবিলে উত্থাপিত সরকার দলীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে তিনি তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগামের সহায়তায় ঔষধের বিরুপ প্রতিক্রিয়া, নকল ঔষধ চিহ্নিতকরণ এবং ঔষধের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রয়ের বিষয়ে অনলাইন ভিত্তিক রিপোটির্ং-এর জন্য ওয়েব পোর্টাল ও মোবাইল অ্যাপ্লিকেশন শীর্ষক একটি প্রকল্পের কার্যক্রম বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে।
উক্ত সফটওয়্যারের মাধ্যমে জনগণ ঔষধের বিরুপ প্রতিক্রিয়া বিষয়ে রিপোর্ট করতে পারবে। ঔষধের নির্ধারিত মূল্য যাচাই সম্ভবপর হবে, দেশে যে কোন এলাকায় প্রাপ্ত ভেজাল ও নকল ঔষধ সম্পর্কে স্বল্প সময়ে নিশ্চিত হতে পারবে এবং ঔষধ সংক্রান্ত যে কোন অভিযোগ দ্রুত দাখিল করতে পারবে।’
তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার ভেজাল, নকল ও মানহীন ঔষধ বিক্রি বন্ধে দেশের বিভাগীয় শহরসহ জেলা ও উপজেলা পর্যায়ে মডেল ফার্মেসি স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে এবং সরকার ইতোমধ্যে ঢাকা নগরীতে অবস্থিত ৭টি ফার্মেসিকে মডেল ফার্মেসি হিসেবে স্বীকৃতি দিয়েছে। মডেল ফার্মেসি থেকে জনগণ মানসম্মত ঔষধ কেনার পাশাপাশি ঔষধের ব্যবহারবিধি সম্পর্কে সঠিক ধারণা পাবে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার জিএমপি (গুড ম্যানুফ্যাকচারিং প্রাকটিস) গাইডলাইন যথাযথভাবে অনুসরণ না করায় এবং ভেজাল ও নি¤œমানের ঔষধ উৎপাদনের দায়ে ৮৬টি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িক বাতিল এবং ১৫টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে।