ওয়ার্ল্ড এক্সপো’র আয়োজক হতে এবার রাশিয়াও বাংলাদেশের সমর্থন চেয়েছে

সচিবালয় প্রতিবেদক : রোববার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠক করে ওয়ার্ল্ড এক্সপো আয়োজনে সমর্থন চান রাশিয়ার কৃষি মন্ত্রণালয়ের উপমন্ত্রী লেভিন সার্জেই ইভোভিচ। ২০২৫ সালে বৈশ্বিক পর্যায়ের প্রদর্শনী ‘ওয়ার্ল্ড এক্সপো’র আয়োজক হতে এবার রাশিয়াও বাংলাদেশের সমর্থন চেয়েছে। এর আগে এ বিষয়ে সমর্থন কামনা করে ফ্রান্স।

বৈঠক শেষে লেভিন সার্জেই ইভোভিচ নিজেই সাংবাদিকদের এ কথা জানান।

লেভিন সার্জেই ইভোভিচের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠক করে।

এর আগে ওয়ার্ল্ড এক্সপো আয়োজনে বাংলাদেশের সমর্থন পেতে চলতি মাসের শুরুতে ঢাকা সফর করেন ফ্রান্স সরকারের বিশেষ দূত প্যাসকেল ল্যামি।

ইন্টারন্যাশনাল এক্সিবিশন ব্যুরোর ১৭০টি সদস্য রাষ্ট্র ভোটের মাধ্যমে বৈশ্বিক পর্যায়ের প্রদর্শনী ‘ওয়ার্ল্ড এক্সপো’র আয়োজক নির্ধারণ করে থাকে। বাংলাদেশও ওই ব্যুরোর সদস্য। ২০২৫ সালের নির্ধারিত ওয়ার্ল্ড এক্সপোর আয়োজক নির্ধারণে আগামী নভেম্বরে এক্সিবিশন ব্যুরোর ১৬৪তম অধিবেশনে ভোট হওয়ার কথা রয়েছে।