নিজস্ব প্রতিবেদক : পদ্মা জশলদিয়া পানি শোধনাগার প্রকল্পে নিম্নমানের পাইপ সরবরাহের মাধ্যমে সরকারের কোটি কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার ওয়াসা ভবনের এমডির নিজ কার্যালয়ে দুদকের পরিচালক জায়েদ খানের নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এসব তথ্য নিশ্চিত করেছেন।
যদিও এ ঘটনায় ২০১৫ সালের ডিসেম্বরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে অভিযোগের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে ওই অভিযোগ নথিভুক্তির (অব্যাহতি) মাধ্যমে নিষ্পত্তি করে দুদক।
অভিযোগের বিষয়ে দুদক সূত্র জানায়, সাড়ে তিন হাজার কোটি টাকার এই প্রকল্প অনুমোদনের প্রায় ১৩ মাস আগেই ঢাকা ওয়াসা ঠিকাদারের সঙ্গে চুক্তি করে। প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ এবং পরামর্শক নিয়োগের আগেই তড়িঘড়ি করে নিম্নমানের পাইপ আমদানি করা হয়েছে।
পাইপ আমদানির কাজের জন্য দরপত্র দেওয়া হয়নি, এমনকি ভেটিংও (দরকষাকষি) হয়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে। এতে ঢাকা ওয়াসার পদ্মা জশলদিয়া পানি শোধনাগার প্রকল্পে সরকারের কয়েকশ কোটি টাকা ক্ষতি হয়েছে।
সূত্র আরো জানায়, ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে দরকষাকষি (ভেটিং) না করায় কমপক্ষে ৩৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া জমি অধিগ্রহণের আগেই বিদেশ থেকে নিম্নমানের নির্মাণসামগ্রী (পাইপ) আমদানির জন্য ব্যয় হয়ে যাওয়া টাকার ওপর অতিরিক্ত সুদ গুণতে হবে প্রায় ১৫০ কোটি টাকা। এর আগে একই ঘটনায় একাধিকবার জিজ্ঞাসাবাদ করে দুদক।