ওয়েজ বোর্ডের আওতায় আসবে ইলেক্ট্রনিক মিডিয়া

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আগামী বছরের শুরুতেই ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কলাকুশলীদের ওয়েজ বোর্ডের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। এজন্য বিদ্যমান আইনে কিছু পরিবর্তন করা হবে।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় একটি হোটেলে বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে মিডিয়া মিউজিয়াম অব বাংলাদেশ আয়োজিত `সম্প্রচার সাংবাদিকতার অগ্রগতি ও উন্নয়ন : প্রেক্ষাপট বাংলাদেশ` শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণতন্ত্র ও গণমাধ্যম হাতের এপিঠ-ওপিঠ, উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশে গণতন্ত্র ও গণমাধ্যমের প্রাতিষ্ঠানিকীকরণ চলছে। গণতন্ত্রের অর্থ আইনের শাসন। তাই গণতন্ত্র ও গণমাধ্যমের নিরাপত্তা বিধানে আইন-কানুন আবশ্যক। টেলিভিশন মিডিয়াকে একটি কাঠামোর ভেতরে আনতে ২০১৭ সালের শুরুতেই সম্প্রচার আইন ও সম্প্রচার কমিশন গঠন করা হবে।’

বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে গণমাধ্যমকর্মীদের শুভেচ্ছা জানিয়ে হাসানুল হক ইনু বলেন, ‘টেলিভিশন গণতন্ত্রকে গতিশীল করার একটি অনন্য মাধ্যম। এর তাৎক্ষণিক সংবাদ ও তথ্য জনগণের বহু জরুরি চাহিদা পূরণে ভূমিকা রাখে।’

সংবাদ ও তথ্য বাছাই এবং সম্প্রচারে উৎকর্ষ সাধনের জন্য তথ্যমন্ত্রী টেলিভিশনে কর্মরতদের ক্রমাগত প্রশিক্ষণ এবং দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের আইন ও বিধিবিধান জানার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

সভায় মূল প্রবন্ধ পাঠ করেন মিডিয়া মিউজিয়াম অব বাংলাদেশের প্রধান নির্বাহী এম এম বাদশাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক সংস্থার পরিচালক রিদওয়ান করীম তুহিন।

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বাংলাদেশের গভর্নর লায়ন এম কে বাশারের সভাপতিত্বে সভায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, জাতিসংঘে বাংলাদেশের প্রাক্তন স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, বিজিএমইএর প্রাক্তন সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, বাংলাদেশ পুস্তক ও প্রকাশক সমিতির সহসভাপতি শরিফুল আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রাজু আহমেদ, উত্তরা সেক্টর কল্যাণ সমিতির নিরাপত্তা সম্পাদক মো. নজরুল ইসলাম ভূইয়া, উইকলি সপ্তাহজুড়ের সম্পাদক সিকদার নজরুল ইসলাম এবং নদী ও নিরাপত্তার সংগঠন নোঙরের চেয়ারম্যান সুমন শামস প্রমুখ বক্তব্য রাখেন।