ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ওয়েন রুনি অবসর ঘোষণা দিয়েছেন। আজ বুধবার তিনি জানিয়ে দিয়েছেন ইংল্যান্ডের হয়ে আর আন্তর্জাতিক ফুটবল খেলবেন না। তবে ক্লাব ফুটবল খেলা চালিয়ে যাবেন।
বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে অবসর ঘোষণা দিলেন রুনি। ইংল্যান্ড দলের কোচ গ্যারেথ সাউথগেট তাকে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাল্টা ও স্লোভাকিয়ার বিপক্ষে খেলতে দলে যোগ দিতে বলেন। কিন্তু রুনি জানিয়ে দেন তিনি আর আন্তর্জাতিক ফুটবল খেলবেন না।
অবসরের বিষয়ে রুনি বলেন, ‘প্রত্যেকবার দল গঠনের সময় আমাকে গুরুত্ব দিয়ে দলে রাখা হয়েছে। তাতে আমি সম্মানিত হয়েছি। তবে আমি বিশ্বাস করি সরে দাঁড়ানোর এখনই সঠিক সময়। গ্যারেথ সাইথগেট আমাকে এই সপ্তাহে ফোন করেছিলেন। তিনি জানিয়েছেন যে আমাকে বিশ্বকাপ বাছাইপর্বের দলে চান। তিনি আমাকে ফোন করায় তাকে ধন্যবাদ জানাই। আমি তাকে জানিয়ে দিয়েছি যে অনেক চিন্তা-ভাবনার পর আমি সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিয়েছি। আমি আমার ভালো ফর্ম থাকতেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে চাই।’
রুনি আরো বলেন, ‘এটা সত্যিই একটি কঠিন সিদ্ধান্ত ছিল। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি আমার পরিবারের সঙ্গে কথা বলেছি। এভারটনে আমার ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। কথা বলেছি কাছের মানুষদের সঙ্গে। ইংল্যান্ডের হয়ে খেলাটা সব সময়ই আমার জন্য বিশেষ কিছু। ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া আরো দারুণ কিছু। এই যাত্রায় আমাকে যারা সাহায্য-সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। তবে আমি বিশ্বাস করি অবসর নেওয়ার এটাই সঠিক সময়।’
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার বিষয়ে তিনি বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়াটা ছিল আমার জন্য কঠিন। তবে আমি এখন মনে করছি যে এই সিদ্ধান্তটা সঠিক ছিল। এখন আমি আমার পূর্ণ শক্তি দিয়ে এভারটনকে সাফল্য পেতে সহায়তা করতে চাই।’
২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে ১৭ বছর বয়সে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় রুনির। এরপর গেল সাড়ে চৌদ্দ বছর তিনি ইংল্যান্ডের হয়ে খেলেছেন। ১১৯ ম্যাচে রুনি রেকর্ড ৫৩ গোল করেছেন। এই গোল করে তিনি ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হন। এই সময়ের মধ্যে রুনি তিনটি বিশ্বকাপ খেলেছেন। খেলেছেন দুটি ইউরো চ্যাম্পিয়নশিপ।