কক্সবাজারের অভিযান চালিয়ে ৯ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৯ লাখ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার রাত ১০টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহ পরীরদ্বীপের নাফ নদীর মোহনা থেকে পরিত্যক্ত অবস্থায় এ সব ইয়াবা উদ্ধার করা হয়।

কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট নাফিউর রহমান জানান, ইয়াবার চালানের খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা মঙ্গলবার রাতে নাফ নদীর মোহনায় অভিযান চালায়।

এ সময় মিয়ানমারের দিক থেকে আসা একটি নৌকা নাফ নদীর মোহনায় পৌঁছালে কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দেন। এতে পাচারকারীরা নৌকাটি ফেলে পালিয়ে যায়। পরে নৌকা থেকে ৯ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।