
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া থেকে ১১টি আগ্নেয়াস্ত্র ও ২১টি গুলিসহ ১১ মামলার আসামি ‘শীর্ষ সন্ত্রাসী’ ফজল কাদেরকে (৪৪) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার ভোরে চকরিয়ার শাহরিয়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফজল কাদের মহেশখালী উপজেলার মুহুরী ঘোনা এলাকার মোহাম্মদ হোছাইনের ছেলে।
দুপুর ১টার দিকে র্যাব-৭-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে ক্যাম্পের অধিনায়ক এএসপি শরাফত ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়ার শাহরিয়া পাড়া থেকে মহেশখালী শীর্ষ সন্ত্রাসী ফজল কাদেরকে একটি ওয়ানশুটারসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ৭টি এসবিবিএল, তিনটি ওয়ানশুটার গান ও ২১টি গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ফজল কাদেরের বিরুদ্ধে মহেশখালী ও চকরিয়া থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজিসহ ১১টি মামলা রয়েছে।