কক্সবাজারের টেকনাফে দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

রোববার সকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার গফুর প্রজেক্ট থেকে এ ইয়াবা উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গফুর প্রজেক্টে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ৬ কোটি টাকা।