কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় ডুবে যাওয়া যাত্রীবাহী ট্রলারটি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুতুবদিয়া চ্যানেলের আকবর বলীর ঘাটে ট্রলারটি ডুবে গিয়েছিল। বিকেল ৪টার দিকে এটি উদ্ধার করা হয়।
কুতুবদিয়া থানার ওসি অংসা থোয়াই জানান, কুতুবদিয়ার উত্তর ধুরুং এলাকার আবুল কালাম কালুর মালিকাধীন এমএল উপহার নামের ট্রলারটি যাত্রী ও মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে সকালে রওনা হয়েছিল। উত্তর ধুরুং ঘাটে কিছু যাত্রী নামিয়ে আকবর বলীর ঘাটে যাওয়ার সময় ট্রলারটি ডুবে যায়।
এ সময় স্থানীয়দের সহায়তায় ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার যাত্রীদের দেওয়া তথ্য মতে ওখানে আর কোনো যাত্রী নেই। ফলে কেউ নিখোঁজও ছিল না।
কোস্টগার্ড কুতুবদিয়া স্টেশন ইনচার্জ সুচিং অং জানান, স্থানীয়দের সহায়তায় বিকেল ৪টায় ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়।