কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামুর বাঁকখালী নদীতে নৌকা ডুবিতে দুজন নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ৬ জনকে উদ্ধার করেছেন স্থানীয়রা।
শুক্রবার বিকেল ৪টায় রামুর কলঘরবাজারস্থ বাঁকখালী নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নিখোঁজ দুজন হচ্ছে রামুর মিঠাছড়ি ইউনিয়নের ঘাটপাড়া গ্রামের বশির আহমদের ছেলে আসিফুর রহমান (১৬) ও পশ্চিম ওমখালী গ্রামের শামসুল আলমের ছেলে আবদুর রহমান (১৬)। দুজনই রামুর দক্ষিণ মিঠাছড়ির উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
উদ্ধার হওয়া নিখোঁজ আবদুর রহমানের ছোট সিফাত বলেন, রামুর কলঘর বাজারের কোরবানির গরুর বাজার দেখতে যাওয়ার জন্য ৮ জন একটি নৌকাতে উঠি। কিন্তু নৌকাটি বাঁকখালী নদীর মাঝখানে গেলে হঠাৎ উল্টো যায়। এতে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে। কিন্তু এখনও আমার ভাইসহ দুজন উদ্ধার হয়নি।
কক্সবাজার ফায়ার সার্ভিসের অপারেশন কর্মকর্তা আব্দুল মজিদ জানান, নৌকাডুবির ঘটনা শুনে দ্রুত ফায়ার সার্ভিসের একদল কর্মী ডুবুরি নিয়ে ঘটনাস্থলে যান। নিখোঁজ দুজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।