কক্সবাজারের রামুতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

করোনায় কক্সবাজারে আক্রান্ত

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামুতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন।

নিহত ছৈয়দুর রজমান (৫০) টেকনাফ উপজেলার কম্বুনিয়া এলাকার সিকান্দর আলীর ছেলে।

সোমবার দুপুর ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রামু থানার ওসি এ কে এম লিয়াকত আলী।

দুর্ঘটনায় আহতরা হলেন- টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকার আব্দুল আউয়ালের ছেলে মো. মুফিজ (৩৪), উত্তর শিলখালী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ উল্লাহ (২৫) এবং মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের আলী আহমদের ছেলে মোহাম্মদ রফিক (৩০)।

ওসি লিয়াকত বলেন, ‘সোমবার দুপুর ১২টার দিকে রামুর পেঁচারদ্বীপ এলাকায় টেকনাফমুখী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মধ্যে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে এ হতাহতের ঘটনা ঘটে।’

তিনি বলেন, ‘আহতদের স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছৈয়দুর রহমানকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’