
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় অস্ত্র, গুলি, ইয়াবা ও টাকাসহ পাঁচ ভাইকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার সকালে পেকুয়া উপজেলার চৌমুহনী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- পেকুয়া সদর ইউনিয়নের চৌমুহনী এলাকার রমিজ আহমদের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫), মোহাম্মদ আলমগীর (৪২), মোহাম্মদ আজম (৪০), মোহাম্মদ কাইয়ুম (৩৮) ও ওসমান সরওয়ার বাপ্পী (২৪)।
এদের মধ্যে জাহাঙ্গীর আলম কক্সবাজার জেলা পরিষদের সদস্য এবং পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি। তার অন্য ভাইয়েরা যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর মো. রুহুল আমিন জানান, অস্ত্র ও ইয়াবার চালান মজুদের খবর পেয়ে পেকুয়া সদরের চৌমুহনী এলাকায় রোববার সকালে র্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের বাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি বন্দুক, ১০ রাউন্ড গুলি, ১ প্যাকেট ইয়াবা ও ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, জাহাঙ্গীর আলমসহ প্রত্যেক ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে পেকুয়া থানায় মামলা রয়েছে।
এদিকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের পর যুবলীগের নেতা-কর্মী ও তার অনুসারীরা বিক্ষোভ মিছিল করেছে।