কক্সবাজারে এক ব্যক্তির লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পূর্ব গোয়াল পাড়া থেকে নেজামুল হক (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে তার বাড়ির পেছনের ধান খেত থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানান কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রণজিত কুমার বড়ুয়া। নিহত নেজামুল হক পিএমখালী ইউনিয়নের পূর্ব গোয়াল পাড়ার মৃত মোস্তাক আহমদের ছেলে। ওসি রণজিত বলেন, নেজামুল হক কক্সবাজার সদর থানার একটি মামলার পলাতক আসামি। বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তারে পিএমখালীর পূর্ব গোয়াল পাড়ায় পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নেজামুল হক পালিয়ে যান। তিনি জানান, বৃহস্পতিবার সকালে পিএমখালীর পূর্ব গোয়াল পাড়ায় বাড়ির পেছনে ধান খেতে নেজামুল হকের লাশ পড়ে থাকতে দেখে স্বজনেরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে মারধর ও আঘাতের চিহ্ন রয়েছে। ওসি বলেন, নেজামুল হকের সঙ্গে স্থানীয় কিছু লোকজনের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, পুলিশের অভিযানের সুযোগে প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে হত্যা করেছে। স্থানীয় বাসিন্দা ফয়সাল, লিয়াকত আলী, রাসেল ও হারুনের সঙ্গে নেজামুল হকের জমিসংক্রান্ত বিরোধ ছিল। বৃহস্পতিবার ভোরে তারাই পিটিয়ে নেজামুল হককে হত্যা করেছে বলে দাবি করেছেন নিহতের ছেলে কায়ছারুল হক শুভ। এদিকে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি রণজিত। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।