কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনার পাড়া এলাকায় হেলিকপ্টারটি বিধস্ত হয়। মেঘনা এভিয়েশনের ওই হেলিকপ্টারটি কক্সবাজার থেকে ঢাকায় ফিরছিল।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের কক্সবাজার সদর হাসাপাতলে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।