কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের সেন্টমার্টিন থেকে ৬ লাখ ইয়াবাসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার সকালে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন মোহাম্মদ বাবু মিয়া, জমির উদ্দিন, মোহাম্মদ ইদ্রিস ও মোহাম্মদ জোবায়ের। এরা টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার বাসিন্দা।
টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. আতাউর রহমান জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূলের ছেড়াদ্বীপের ২ নটিক্যাল মাইল দূরে একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের থামতে বলা হয়। কিন্তু তারা ট্রলারটি না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কোস্টগার্ডের টহলদল ট্রলারসহ চারজনকে আটক করে। পরে ট্রলারে তল্লালি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
অপরদিকে সকালে সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম সৈকতে তিনজন কাছে বস্তা দেখে তাদের থামতে বলা হয়। কিন্তু তারা কোস্টগার্ডকে দেখে বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভেতর সাড়ে ৫ লাখ ইয়াবা পাওয়া যায়।