কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহর থেকে মোস্তাক আহমদ (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে শহরের কলাতলীর উত্তরণ আবাসিক এলাকার পিছনের পাহাড় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মোস্তাক আহমদ কক্সবাজার সদর উপজেলার কলাতলীর বড়ছড়া এলাকার ফজল করিমের ছেলে।
পুলিশের ধারণা, লেনদেন নিয়ে ইয়াবা ব্যবসায়ীদের দুগ্রুপের মধ্যে গোলাগুলিতে এ ঘটনা ঘটেছে।
কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দন চৌধুরী বলেন, শুক্রবার ভোরে শহরের উত্তরণ আবাসিক এলাকার পিছনের পাহাড়ে গোলাগুলির শব্দ শুনে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে পড়ে থাকা গুলিবিদ্ধ এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় একটি বন্দুক, তিন রাউন্ড গুলি ও ২ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।