কখনও ভেবে দেখেছেন কি শার্টের কলারের কী কাজ? শুধুমাত্র টাই বাঁধার জন্যই কি শার্টে কলার থাকে? আমাদের অনেকের মধ্যেই বোধহয় এমন ধারণা রয়েছে। তবে শুধু পুরুষদের শার্টেই নয়। ইতিহাসে ঘাঁটলে জানা যাবে, বহু যুগ আগে থেকেই কলার দেওয়া পোশাক পরার চলন ছিল মহিলাদের মধ্যেও। শার্টের কলারের ধারণাটাও আজকালকার নয়, তেরশো শতকে প্রথম লিনেনের কাপড়ের কলার দেওয়া পোশাকের চলন শুরু হয়। শার্টের ভিতর থেকে বের হয়ে তা চোয়াল পর্যন্ত আঁটোসাঁটো হয়ে বসে থাকত। এর পরে যুগের ধর্ম মেনেই ভোল বদলেছে কলারের ডিজাইন। গ্যালারিতে রইল এই কলার সম্পর্কে বেশ কয়েকটি তথ্য।