ক্রীড়া ডেস্ক : কঠোর পরিশ্রমের ফল পাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবলে গত বছরটা তো ছিল রোনালদোময়। তার শোকেজে একের পর এক ট্রফি উঠছে। কিন্তু এ ক্ষুধা যেন মিটতে চায় না!
গত মৌসুমে শ্রেষ্ঠত্বের সবগুলো মুকুটই পেয়েছেন রোনালদো। মাঠের ফুটবল প্রদর্শনীতে রোনালদো সেরা। মাঠের ভিতরে হেয়ার স্টাইলেও রোনালদো শীর্ষে। ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোলডটকমের ভোটে বছরের সেরা হেয়ার স্টাইলের খেতাব স্যালন ডি’অর জিতেছেন রোনালদো। এখানেও রোনালদোর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। কিন্তু রোনালদোর শ্রেষ্ঠত্বে মেসি আবারও দ্বিতীয়।
টানা তৃতীয়বারের মত স্যালন ডি’অর জিতে ‘হ্যাটট্রিক’ করেছেন সিআর সেভেন। গোলডটকমের ১৯,১১১ জন পাঠক এবার স্যালন ডি’অর নির্বাচনে ভোট দিয়েছেন। রোনালদোকে ভোট দিয়েছেন ২১ শতাংশ পাঠক। মেসি ১৬ শতাংশ ভোট পেয়েছেন। ১২ শতাংশ ভোট পেয়ে পল পগবা হয়েছেন তৃতীয়।
ফুটবলের মতো চুলের ফ্যাশন নিয়েও রোনালদোর আগ্রহের কমতি নেই। মেসি অবশ্য এ জায়গায় খানিকটা পিছিয়ে। তবে গত বছর চিলির বিপক্ষে কোপা আমেরিকায় হারের পর চুলের স্টাইল সম্পূর্ণরূপেই বদলে বার্সেলোনায় ফিরেন মেসি। কিন্তু রোনালদোর হেয়ার স্টাইল পাঠকদের প্রিয়।
তথ্যসূত্র: গোলডটকম