ক্রীড়া ডেস্ক : ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে ২২ গজের ক্রিজে ১৪৫ কি.মি. গতির বল দিয়ে স্বাগত জানালেন মিচেল স্টার্ক। অফস্ট্যাম্পের বাইরের বল ছেড়ে দিলেন ভারতের অধিনায়ক। চোখে-চোখ রেখে ফিরে গেলেন স্টার্ক।
এরকমটা যে হওয়ার কথা ছিল তা আগের থেকেই ধারণা পাওয়া যাচ্ছিল। পরবর্তী বলের জন্য দৌড়ালেন দীর্ঘদেহী স্টার্ক। অফস্ট্যাম্পের অনেক বাইরের ওয়াইড ইয়র্কার বল, লোভ সামলাতে না পেরে কোহলি ড্রাইভ করলেন। ব্যাটের আলতো ছোঁয়া পেয়ে বল চলে গেল স্লিপে হ্যান্ডসকম্বের হাতে। বল তালুবন্দি করতেই অস্ট্রেলিয়া শিবিরে উল্লাস। ইনিংসের দ্বিতীয় বলে কোহলিকে আউট হবেন তা স্বপ্নেও ভাবেনি অস্ট্রেলিয়া! তাইতো সফরকারীদের বাঁধভাঙা উল্লাস।
রানের খাতা খোলার আগেই আউট কোহলি! ক্রিকেট সমর্থকদের প্রশ্ন, কতো ইনিংস পর শূন্য রানে আউট হলেন কোহলি? পরিসংখ্যান ঘেঁটে জানা গেল, ১০৪ ইনিংস পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শূন্য রান করলেন কোহলি! এর আগে ২০১৪ সালে কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে কোহলি তৃতীয় বলে আউট হয়েছিলেন কোনো রান না করে। তাকে আউট করেছিলেন ‘ভাগ্যবান’ ক্রিস ওয়কস।
ওই ম্যাচের পর ওয়ানডেতে, টেস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে ১০৪ ইনিংসে কোহলি রানের বন্যা বইয়ে দিয়েছেন। কিন্তু ডাক বা শূন্য রান করেননি! স্টার্কের এ সাফল্যকে বিশেষ অর্জন বলতেই হবে।
তবে কোহলির এ কৃর্তি রেকর্ডবুকে জায়গা পায়নি। কারণ ১৭৩ আন্তর্জাতিক ইনিংসে শূন্য রান না করার রেকর্ডও আছে। এ রেকর্ডটির মালিক কোহলির স্বদেশী ক্রিকেটার রাহুল দ্রাবিড়। শচীন টেন্ডুলকার ১৩৬ ইনিংসে পর প্রথম ডাক মেরেছিলেন। ইংল্যান্ডের প্রাক্তন উইকেট রক্ষক ব্যাটসম্যান অ্যালেক স্টুয়ার্ট ১৩৫ ইনিংসে পর রানের খাতা খুলতে পারেননি। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের কার্ল হুপার ১২২, নিউজিল্যান্ডের জার্মি কনি ১১৭, পাকিস্তানের জাভেদ মিঁয়াদাদ ১১২ ইনিংস পর শূন্য রানে আউট হন। বর্তমান সময়ের ক্রিকেটারদের মধ্যে এ তালিকায় কোহলির সঙ্গে আছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক ফাফ ডু প্লিসিস। ১০৮ ইনিংস পর ফাফ শূন্য রানের তিক্ত স্বাদ নেন।
টেস্ট ক্রিকেট ১১৯ ইনিংস পর ডাক মারেন ডেভিড গ্রোয়ার, ওয়ানডেতে রাহুল দ্রাবিড় ১২০ ইনিংস পর প্রথম ডাকের দেখা পান।