
কথায় কথায় কি আপনার মুখ দিয়ে গালাগালি বের হয়৷ রেখে গেলেই কি ‘এর বাচ্চা’ ‘তার বাচ্চা’ বলে অন্নপ্রাশনের ভাত তুলে আনেন? ঘাবড়াবেন না৷ অন্যদের তুলনায় আপনি অনের বেশি সুস্থ৷ আপাতত এমনটাই বলছে সমীক্ষা৷ পাশাপাশি আমনি অন্যদের থেকে অনেক বেশি স্বচ্ছ মনের৷
আর এক্ষেত্রে কিন্তু মেয়েরাই এগিয়ে৷ রেগে গিয়ে কুত্সিত ভাষা প্রয়োগ করার ব্যাপারে পুরুষেয় চেয়ে বেশ অনেকটাই এগিয়ে মেয়েরা। দীর্ঘ সমীক্ষায় এই তত্ত্বই দিচ্ছেন বিজ্ঞানীরা। গত ২০১৪ সালের এক সমীক্ষায় দেখা গিয়েছে, প্রতি ১০ লক্ষ শব্দ ব্যবহারের ক্ষেত্রে একটি বিশেষ গালাগালি পুরুষের মুখ থেকে বেরিয়েছে ৫৪০ বার। ওই একই শব্দ মহিলারা বলেছেন ৫৪৬বার। নব্বইয়ের দশকে করা সমীক্ষাতেও দেখা গিয়েছে, সেই সময়কার একটি চলতি কথা যা গালাগালি হিসেবে ব্যবহার করা হত– তা পুরুষের তুলনায় অন্তত ৪ গুণ বেশি ব্যবহার করেছেন মহিলারা। আবার ওই দশকেই দেখা গিয়েছে, প্রতি ১০ লক্ষ শব্দের মধ্যে গালাগালির তালিকায় যোগ হওয়া নতুন একটি শব্দ পুরুষরা ব্যবহার করেছেন ১০০০ বার, আর নারীর মুখ থেকে শব্দটি বেরিয়েছে মাত্র ১৬৭ বার।