কবরীর মৃত্যুতে বিএনপির শোক প্রকাশ

সিপিবিডি নিউজ ডেস্কঃ চলে গেলেন বাংলা চলচিত্রের জগতের এক ‘মিষ্টি মেয়ে’ খ্যাত নায়িকা নায়িকা সারাহ বেগম কবরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরণব্যাধি করোনার সাথে ১৩ দিন লড়াই করে হেরে গেলেন বাংলার এই নক্ষত্র।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয়তাবাদী দল-বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অনেকে শোক জানিয়েছেন। তারা প্রয়াত কবরীর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

প্রসঙ্গত, কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১২টা ২০মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সাবেক সংসদ সদস্য অভিনেত্রী কবরীর প্রয়াণে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খ্যাতিমান গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার, চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, সংস্কৃতিকর্মী ও সাংবাদিক শায়রুল কবির খান প্রমুখ।

শায়রুল কবির খান বলেন, ‘কিংবদন্তী অভিনেত্রী কবরীর প্রয়াণে আমরা শোকাহত। তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্র একজন গুণী অভিনয়শিল্পী ও পরিচালককে হারালো।’