নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কমলাপুর থেকে তিনটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার জসিমউদ্দীন রোড থেকে মো. নোমান ও নাহিদ নামের ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক রাইজিংবিডিকে বলেন, ‘গোপন সংবাদে জসিমউদ্দীন রোডে অভিযান চালানো হয়। এ সময় ওই দুজনের দেহ তল্লাশি করে অস্ত্র ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। দুজনের একজন জসিমউদ্দীন রোডে এবং আরেকজন গোপীবাগ থাকেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।’