নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরের বদরগঞ্জে কমিটির দ্বন্দ্ব নিয়ে হিন্দু সম্প্রদায়ের একটি মন্দিরের ৯টি মূর্তি ভাঙচুর করা হয়েছে।
এ ঘটনায় মন্দিরের সভাপতি বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন।
মঙ্গলবার সকালে মামলাটি করেন তিনি।
মামলা সূত্রে জানা গেছে, সোমবার রাতে বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের রাধা গোবিন্দ মন্দিরে থাকা বিভিন্ন দেবতার ৯টি মূর্তি ভাঙচুর করা হয়। সকালে মন্দির কমিটির লোকজন ঘটনাস্থলে গিয়ে ভাঙচুরকৃত মূর্তি দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি নরেশ চন্দ্র রায় বাদী হয়ে এলাকার রবিন রায় ও দীলিপ চন্দ্রের নাম উল্লেখ করে ১০ জনের বিরুদ্ধে বদরগঞ্জ থানায় একটি মামলা করেন। তবে পুলিশ এখনো মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
মন্দির কমিটির সভাপতি নরেশ চন্দ্র রায় বলেন, মন্দির পরিচালনা কমিটি নিয়ে এলাকার অন্য একটি গ্রুপের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। ওই দ্বন্দ্বের কারণে বিদ্রোহী গ্রুপের রবিন রায় ও দীলিপ চন্দ্র তাদের সহযোগীদের দিয়ে মূর্তি ভাঙচুর করেছে। তিনি তাদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
বদরগঞ্জ থানার ওসি আক্তারুজ্জামান জানান, কমিটি নিয়ে নিজেদের মধ্যে দ্বদ্বের কারণে এই ভাঙচুরের ঘটনা ঘটেছে। মামলা হয়েছে আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।