
পঞ্চগড়ের করতোয়ায় নৌকাডুবির তৃতীয় দিন মঙ্গলবারও (২৭ সেপ্টেম্বর) মিলছে একের পর এক মরদেহ। আট শিশুসহ এদিন আরও ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৮ জনে। এখনও নিখোঁজদের সন্ধানে ভিড় করছেন স্বজনরা।
তৃতীয় দিনেও করতোয়ায় মরদেহের মিছিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আরও ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে মোট উদ্ধার হলো ৬৮ জনের মরদেহ। এরমধ্যে ২৮ জন নারী, শিশু ২২ জন ও পুরুষ ১৮ জন। এরমধ্যে বোদা উপজেলার ৪৪, দেবীগঞ্জের ১৮, ঠাকুরগাঁওর ৩, আটোয়ারীর ২ ও পঞ্চগড় সদর উপজেলার একজন রয়েছেন।
নিখোঁজদের সন্ধানে করতোয়ার তীরে ভিড় করছেন স্বজনরা। এক ঘাট থেকে আরেক ঘাটে ছুটছেন তারা। শেষবারের মতো প্রিয় মুখটি দেখার অপেক্ষার প্রহর কাটছে না স্বজনহারা মানুষের। তারা বলেন, এখন তো আর জীবিত পাওয়ার আশা নাই। অন্তত মৃতদেহটা পেলে শান্তি পাবেন তারা।
সবশেষ নিখোঁজ ব্যক্তিটির সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।