করবৃদ্ধি ও বেকারত্বে প্রতিবাদে তিউনিসিয়ায় ব্যাপক বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আলজেরিয়ার সীমান্তবর্তী শহর থালাতে বিক্ষোভকারীরা জাতীয় নিরাপত্তা বাহিনীর দপ্তরে অগ্নিসংযোগ করেছে এবং শহর থেকে পুলিশ সদস্যদের বের হয়ে যেতে বাধ্য করেছে। এর পরপরই সেখানে সেনা পাঠানো হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, করবৃদ্ধি ও বেকারত্বে প্রতিবাদে তিউনিসিয়ায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। বুধবার দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ থেকে তিন শতাধিক লোককে আটক করা হয়েছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, সোমবার থেকে তিউনিসিয়ার বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পর্যটকদের কাছে জনপ্রিয় সসি এলাকাতেও বিক্ষোভ হয়েছে। মূলত: বাজেটে ঘাটতি কমাতে ও আন্তর্জাতিক ঋণদাতাদের তুষ্ট করতে সরকারের করবৃদ্ধি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণেই এই বিক্ষোভ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খেলিফা চিবানি বলেছেন, ‘গত রাতে স্যাবোটাজ ও ডাকাতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে প্রায় ৩৩০ জন লোককে আটক করা হয়েছে।’

এই নিয়ে গত সোমবার থেকে ছয় শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হলো। বিক্ষোভকারীদের হামলা থেকে সরকারি ভবনগুলো রক্ষা করতে সসি, কেবেলি ও বিজার্টসহ বেশ কয়েকটি শহরে সেনা মোতায়েন করা হয়েছে।

প্রধানমন্ত্রী ইউসেফ চাহেদ বুধবার বিক্ষোভ উস্কে দেওয়ার জন্য বিরোধী দলকে দায়ী করেছেন।