আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের করাচিতে ঈদুল আজহায় অতিভোজনের কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪ হাজারেরও বেশি লোক। সিন্ধু প্রদেশের স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে বৃহস্পতিবার প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, ঈদুল আজহার পরের দিন ডায়রিয়া, পানিশূন্যতা ও বমির সমস্যা নিয়ে লোকজন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হতে শুরু করেছে। এদের মধ্যে ২ হাজার ২০০ লোক ভর্তি হয়েছে জিন্নাহ পোস্ট গ্রাজুয়েট মেডিক্যাল কমপ্লেক্সে, প্রায় ১ হাজার লোক ভর্তি হয়েছে করাচি সরকারি হাসপাতালে এবং ৫০০ লোক ভর্তি হয়েছে আব্বাসি শহীদ হাসপাতালে।
আব্বাসি শহীদ হাসপাতালের উপপরিচালক ড. হুমা আহমেদ বলেন, ঈদুল আজহায় অতিরিক্ত গ্যাস, পানিশূন্যতা ও বমির বেগ আসা বা করা সাধারণ সমস্যা। এ সময় সবার কম খাবার খাওয়া উচিৎ। পাশাপাশি তেলযুক্ত ও জাঙ্ক খাবার এড়িয়ে চলা উচিৎ।