জেলা প্রতিবেদকঃ গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে আরও ২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভৈরব উপজেলায় ২০ জন, অষ্টগ্রাম উপজেলায় ২ জন ও হোসেনপুর উপজেলায় একজন।
বিষয়টি নিশ্চিত করে রোববার (১৯ এপ্রিল) দিনগত রাত ১০টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, শুক্রবার (১৭ এপ্রিল) ঢাকায় পাঠানো ১২৫ জনের নমুনা থেকে ৪০ জনের নমুনা রিপোর্ট পাওয়া গেছে।
এই ৪০ জনের নমুনার মধ্যে ২৩ জনের রিপোর্ট কোভিড-১৯ পজিটিভ এসেছে। ১৭ জনের রিপোর্ট কোভিড-১৯ নেগেটিভ এসেছে। এর মধ্যে ভৈরব উপজেলায় বিশজন, অষ্টগ্রাম উপজেলায় দুইজন ও হোসেনপুর উপজেলায় একজন কোভিড-১৯ পজিটিভ রয়েছেন। বাকি ৮৫ জনের নমুনার রিপোর্ট পেন্ডিং রয়েছে।
এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলেও জানান সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।