করোনাঃ জামালপুরে অতিরিক্ত পুলিশ সুপারসহ ৬ জনের শনাক্ত

করোনা

জেলা প্রতিবেদকঃ জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপারসহ ছয় জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিনগত রাতে জামালপুরের সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জামালপুর থেকে মোট ৭৩ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে স্থাপিত ল্যাবে পাঠানো হলে ছয় জনের শরীরের করোনা ভাইরাসের (কোভিড-১৯) উপস্থিতি পাওয়া যায়।

আক্রান্তদের মধ্যে জামালপুরে অতিরিক্ত পুলিশ সুপার, জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), অনলাইন নিউজপোর্টাল পূর্বপশ্চিম ডট নিউজের এক প্রতিনিধি, জামালপুর জেনারেল হাসপাতালের অফিস সহায়ক, বাবুর্চি ও অপরজন হচ্ছেন সদর হাসপাতালের ওয়ার্ড বয়।

জেলাটিতে এ পর্যন্ত ৩২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজন ও করোনা শনাক্ত হওয়ার আগেই দু’জনের মৃত্যু হয়। মৃত্যু পরবর্তী নমুনা পরীক্ষায় তাদের কোভিড-১৯ শনাক্ত হয়।