জেলা প্রতিবেদকঃ জামালপুরে একজন পুলিশ কর্মকর্তাসহ আরো পাঁচজন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষা শেষে তাদের দেহে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে।
শুক্রবার (২৫ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন জামালপুরের সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান।
রাতেই নতুন আক্রান্তদের জামালপুর সদর হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে।
এ নিয়ে জামালপুরে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৮ জনে দাঁড়ালো। এর মধ্যে চারজন সুস্থ হয়ে নিজেদের বাড়ি ফিরে গেছেন। এছাড়াও জেলার দেওয়ানগঞ্জ উপজেলার একজনের মৃত্যু হয়েছে এবং জেলার ইসলামপুর উপজেলায় মৃত দুই নারীর নমুনা পজিটিভ পাওয়া যায়।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার হিসাবে ধরা দু’জনের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার মাজনাবাড়ি গ্রামে। ওই দু’জন পিতা-পুত্র। ৬০ বছর বয়সী বাবাও ৩৫ বছর বয়সী ছেলে গত ২২ এপ্রিল সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। বাবা-ছেলের মধ্যে করোনা উপসর্গ দেখলে তাদের নমুনা সংগ্রহ করা হয়।
জামালপুর সদরে আক্রান্ত হয়েছেন পুলিশ সুপার কার্যালয়ের ৩২ বছরের এক সাব ইন্সপেক্টর।
জেলার বকশীগঞ্জ উপজেলায় আক্রান্ত দু’জনের একজনের বয়স ২৫ ও অপরজনের বয়স ৪৫। বকশীগঞ্জ উপজেলায় ধানুয়া কামালপুর ইউনিয়নের উত্তর কামালপুর গ্রামে তাদের বাড়ি। তারা গত ২২ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে নিজবাড়িতে এসেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জামালপুরে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সদর উপজেলায় ১১ জন, মেলান্দহ উপজেলায় তিনজন, মাদারগঞ্জ উপজেলায় ১০ জন, বকশীগঞ্জ উপজেলায় চারজন, দেওয়ানগঞ্জ উপজেলায় তিনজন, সরিষাবাড়ি উপজেলায় দু’জন ও ইসলামপুর উপজেলায় পাঁচজন।
এদিকে জেলা সদরসহ সাতটি উপজেলা থেকে এ পর্যন্ত ৭৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সবশেষ নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩০ জনের। অন্যদিকে হোম কোয়ারেন্টিনে থাকা মোট ১০৪৮ জনের মধ্যে ছাড়পত্র পেয়েছে ৭৭৫ জন। বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ২৭৩ জন।