করোনাঃ বগুড়ায় বিদেশফেরত ১২৯০ জনকে খুঁজছে প্রশাসন

জেলা প্রতিবেদকঃ করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বগুড়ায় বিদেশফেরত ১২৯০ জনকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে জেলা প্রশাসন।গত ১ মার্চ থেকে ১ এপ্রিলের মধ্যে দেশে ফিরেছেন তারা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ এক সংবাদ সম্মেলনে বলেন, যারা নিজেদের আড়াল করে রেখেছেন তাদের যেকোনো মূল্যে খুঁজে বের করে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হবে। এজন্য ইউনিয়ন পরিষদের সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীও কাজ করছে।
ফয়েজ আহাম্মদ জানান, গত ১ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত বগুড়ার ২ হাজার ২৬৬ জন দেশে ফিরেছেন। তাদের মধ্যে এ পর্যন্ত ৯৭৬ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে। এরই মধ্যে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষে ৩১৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে এখনও বিদেশফেরত বাকি ১২৯০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা পাসপোর্টের ঠিকানায় অবস্থা করছেন না।
জেলা প্রশাসক বলেন, আগামী ১১ এপ্রিলের মধ্যে সবাইকে নিজ নিজ বাড়িতে অবস্থানের অনুরোধ করছি। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হবেন না। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। যারা অযথা বাড়ির বাইরে বের হবেন জনগণের স্বার্থে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেবো।