করোনাঃ বগুড়ায় স্বাস্থ্যকর্মীসহ আরও ৫ জন আক্রান্ত

বগুড়া

জেলা প্রতিবেদকঃ বগুড়া বক্ষব্যধি হাসপাতালে কর্মরত এক স্বাস্থ্যকর্মীসহ আরও পাঁচ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে।

জানা যায়, ওই স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত তার ভগ্নিপতি ও নার্স বোনের সংস্পর্শে এসেছিলেন।

বুধবার (৬ মে) রাতে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, বগুড়ায় নতুন করে আরও পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত পাঁচ জনের মধ্যে চার জনের বাড়ি বগুড়া সদর উপজেলায় ও বাকি এক জনের বাড়ি শাজাহানপুর উপজেলায়। এদের মধ্যে চার জন সম্প্রতি ঢাকা থেকে বগুড়ায় ফিরেছেন।

তিনি বলেন, বগুড়া বক্ষব্যধি হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হওয়ায় ওই প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীর নমুনা সংগ্রহ করা হবে। তবে কোনো উপসর্গ না থাকায় তারা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও বলেন, করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় ওই পাঁচজনের বাড়ি লকডাউন করা হয়েছে।