করোনাঃ বিশ্বে মৃত্যু সংখ্যা আড়াই লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনা মহামারিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৫১ হাজার ৯৯ জনের।

মঙ্গলবার (০৫ মে) বাংলাদেশ সময় রাত ২টা নাগাদ ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৩৬ লাখ ২৮ হাজার ৭৯১ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১১ লাখ ৮৪ হাজার ১৯ জন।

এই মুহূর্তে শরীরে করোনা ভাইরাস বহন করছে অন্তত ২১ লাখ ৯৩ হাজার ৬৭৩ জন। এর মধ্যে এখন গুরুতর জটিলতা নিয়ে চিকিৎসাধীন আছে ৪৯ হাজার ৯০০ জন যা মোট সক্রিয় আক্রান্তের মাত্র ২ শতাংশ। আর মৃদু লক্ষণ নিয়ে কোয়ারেন্টিনে আছেন ২১ লাখ ৪৩ হাজার ৭৭৩ জন যা সক্রিয় আক্রান্তের প্রায় ৯৮ শতাংশ।

তবে জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে, বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ৬২ হাজার ৯১৯ জন এবং মৃত্যুর সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ৭১২ জন।