
জেলা প্রতিবেদকঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে আরও ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে জিনোম সেন্টার সূত্রে এ তথ্য জানা গেছে। আক্রান্তরা সবাই যশোর জেলার বাসিন্দা। এ নিয়ে যশোরে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৫ জনে।
যবিপ্রবির অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও জিনোম সেন্টারের সহকারী পরিচালক অধ্যাপক ইকবাল কবীর জাহিদ বলেন, ল্যাবে সর্বশেষ যশোরের ৬৫টি, ঝিনাইদহের ৩৩টি, নড়াইলের ৬টি ও মাগুরার ৯টি নমুনা পরীক্ষা করা হয়। তবে যশোরের ১১ জনের করোনা পজিটিভ আসে। অন্য জেলাগুলোতে সবগুলোতে সবার করোনা নেগেটিভ আসে।