জেলা প্রতিবেদকঃ রংপুরে গত ২৪ ঘণ্টায় পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রংপুর বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৭ জনে।
রোববার (৩ মে) রংপুর মেডিক্যাল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী চৌধুরী লাইজু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রমেকের অনুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে রংপুর বিভাগের আট জেলা থেকে সংগৃহীত ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে রংপুর জেলার ১১ জনের নমুনায় করোনা শনাক্তের পজেটিভ ফলাফল এসেছে।
এদিকে আজকের ১১ জনসহ রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জনে। এরমধ্যে চার জন সুস্থ হয়েছেন। বাকিদের বেশির ভাগই চিকিৎসকের পরামর্শে বাড়িতে আছেন। আর ১৬ জনকে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।