জেলা প্রতিবেদকঃ মাদারীপুর জেলার শিবচরে নতুন করে এক নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ ঘটনায় মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে তার বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের এক নারী (৫৫) কিছুদিন আগে বিক্রমপুর থেকে নিজের বাড়িতে আসেন। বাড়িতে আসার পর জ্বর অনুভব করলে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে গতকাল রাতে রিপোর্ট এলে দেখা যায় তিনি করোনা পজিটিভ।
এ নিয়ে শিবচরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ জনে। এদের মধ্যে মারা গেছেন ২ জন। সুস্থ হয়েছেন ১৩ জন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শশাংক চন্দ্র ঘোষ জানান, আক্রান্ত নারীকে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, করোনা পজিটিভের খবর এলে আমরা ওই নারীর বাড়ি এবং আশপাশের বাড়িগুলো লকডাউন করে দেই।