জেলা প্রতিবেদকঃ সিলেটে করোনা ভাইরাসের উপসর্গ এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে নগরের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে তার মৃত্যু হয়।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র জানান, বৃহস্পতিবার বিকেল ৪টায় সর্দি,কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই ব্যবসায়ী। এরপর সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। তিনি মৌলভীবাজারে বড়লেখা উপজেলার বাসিন্দা।
তিনি আরও জানান, মৃত্যুর আগে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) পরীক্ষার জন্য ওসমানী মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো হবে। এছাড়া রাত ১০টার দিকে মরদেহ সরকারি অ্যাম্বুলেন্সে প্রশাসনের মাধ্যমে ওই ব্যবসায়ীর গ্রামের বাড়িতে দাফনের জন্য পাঠানো হয়েছে।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ওই রোগীর করোনা উপসর্গ থাকলেও অন্যান্য রোগ ছিল। তার বিষয়টি পুরো কমপ্লিকেটেড। তারপরও করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।