করোনাঃ স্পেনে কমছে মৃত্যুহার, গত ২৪ ঘণ্টায় ১৬৪

আন্তর্জাতিক ডেস্কঃ স্পেনে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৬৪ জনের মৃত্যু হয়েছে, যা ১৮ মার্চের পর সর্বনিম্ন দৈনিক মৃত্যু।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার (০৩ মে) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৫ হাজার ২৬৪ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ৮৮৪। এখন পর্যন্ত শনাক্ত রোগী ২ লাখ ১৭ হাজার ৪৬৬ জন। অর্থাৎ দৈনিক আক্রান্ত ও মৃত্যু উভয়ই কমছে।