করোনায় আক্রান্ত গোলাপগঞ্জে একই পরিবারের ১৩ সদস্য

করোনা

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় একই পরিবারের ১৩ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। এরই মাঝে তাদের আইসোলেট করার পাশাপাশি আশপাশের ৪টি বাড়ি লকডাউন করা হয়েছে।

শনিবার (১৬ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার ওসমানী মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এদের মধ্যে ১৩ জন একই পরিবারের সদস্য। এ নিয়ে এ উপজেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। পুরো জেলায় শনাক্তের সংখ্যা ১৩৪।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, শনিবার ওসমানীতে ৯৪টি নমুনা পরীক্ষা করা হলে ১৮ জনের করোনা পজেটিভ আসে। এর মধ্যে ১ পুলিশ সদস্য, ৩ স্বাস্থ্যকর্মীও আছেন। এছাড়া শনাক্তদের মধ্যে রয়েছেন একই পরিবারের ১৩ সদস্য। এর আগে একই পরিবারে এতো বেশি সংখ্যক আক্রান্ত পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটের প্রথম করোনা আক্রান্ত রোগী ডা. মঈন উদ্দিনসহ ৬ জন মারা গেছেন। সুস্থ হয়ে ফিরেছেন ৬৯ জন। শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ১৩৪ জন, সুনামগঞ্জে ৬৮, হবিগঞ্জে ১১৮ ও মৌলভীবাজারের ৫৭ জন রয়েছেন।