
করোনার দ্বিতীয় ঢেউ বিশ্বজুড়ে। বাদ পরেনি শোবিজ জগৎ-ও।
এবার করোনায় আক্রান্ত হয়েছেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। গত ৫ এপ্রিল তার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে তার।
খবরটি প্রথম জানান ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর। তিনি জানান, ‘নাটক ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে এভার কেয়ার হসপিটালের ডাক্তার আয়াজের আন্ডারে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন৷ সবাই দিদির জন্য দোয়া করবেন।’
পরবর্তীতে চয়নিকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আপাতত ভালো আছি। শুধু সর্দি আছে। এছাড়া জ্বর, কাশি,মাথা ব্যথা বা শ্বাস কষ্ট নেই। আগামীকাল চেস্ট স্ক্যান করাব। তারপর বুঝতে পারব কি অবস্থা। সবাই আমার জন্য দোয়া করবেন।’