
জেলা প্রতিবেদকঃ সাভারের এক ট্রাফিক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি রাজধানীর মোহাম্মদপুরে কর্মরত।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার নাজমুল হুদা মিঠু।
নাজমুল হুদা বলেন, আক্রান্ত ট্রাফিক পুলিশ সদস্য মোহাম্মদপুর পশ্চিমে কর্মরত। তিনি সাভারের আমিনবাজারে সাত নম্বর ওয়ার্ডের পাঁচগাছিয়ার বাসিন্দা। তার নমুনা সাভার থেকে পরীক্ষার জন্য পাঠানো হয়নি। যেহেতু তিনি রাজধানীতে কর্মরত সেহেতু সেখান থেকেই সোমবার (২০ এপ্রিল) নমুনা পরীক্ষা করিয়েছেন।
তিনি বলেন, এ ঘটনা জানার পর থেকেই তার বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে।