করোনা: অতিরিক্ত সাড়ে ৬ কোটি টাকা, ১৩ হাজার টন চাল বরাদ্দ

বিশেষ প্রতিবেদকঃ করোনা ভাইরাসের প্রদুর্ভাবের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সারাদেশে শনিবার (২৮ মার্চ) পর্যন্ত অতিরিক্ত সাড়ে ৬ কোটি টাকা ও ১৩ হাজার টন চাল বরাদ্দ দিয়েছে।

জেলা প্রশাসকদের অনুকূলে সাধারণ বরাদ্দের অতিরিক্ত বরাদ্দ থেকে এই চাল ও অর্থ ছাড় করা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এসব চাল ও টাকা ত্রাণ হিসেবে দেওয়া হবে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের মধ্যে এসব বিতরণ করা হবে।