জেলা প্রতিবেদকঃ করেনা উপসর্গ নিয়ে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে সাড়ে ১০টায় শিশুটির মৃত্যু হয় বলে জানান খুমেকের করোনা আইসোলেশন ওয়ার্ডের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস।
তিনি জানান, শুক্রবার শিশুটি করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। তাকে করোনা আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শনিবার সকালে তার মৃত্যু হয়। শিশুটির করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরিবারের অন্য সদস্যদের কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।