করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু, ২ বাড়ি লকডাউন

জেলা প্রতিবেদকঃ করোনা ভাইরাস (কোভিড-১৯) উপসর্গ নিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ার এক যুবকের (৩২) মৃত্যু হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার মিরুখালী ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

হাসপাতালটির সূত্রে জানা গেছে, চারদিন ধরে শ্বাসকষ্ট ও পেটের সমস্যা ভুগছিলেন ওই যুবক। গত ১৮ এপ্রিল বিকেলে তিনি মঠবাড়িয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে সেইদিন রাতেই তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেন। রোববার তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পিরোজপুর পুলিশ সুপার (এসপি) হায়াতুল ইসলাম খান জানান, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া যুবকের মরদেহটি বিশেষ পুলিশি প্রহরায় তার নিজ গ্রামে দাফন করা হয়েছে।

এ বিষয় পিরোজপুর জেলা প্রশাসক (ডিসি) আবু আলী মোহামম্মদ সাজ্জাদ হোসেন জানান, মৃত্যুর কারণ করোনাজনিত কি-না তা নিশ্চিত হওয়ার জন্য মৃতের মরদেহের নমুনা বরিশাল শেবাচিম হাসপাতালে পরীক্ষা করা হচ্ছে। আর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই যুবকের বসবাসরত গ্রামের দুইটি বাড়ি লগডাউন ঘোষণা করা হয়েছে।