করোনা ভাইরাসঃ সিরিয়ায় প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে (কোভিড-১৯) সিরিয়ায় প্রথম মৃত্যু হয়েছে।

রোববার (২৯ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, করোনায় সিরিয়ায় এক নারীর মৃত্যু হয়েছে। এটি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে প্রথম মৃত্যু বলে সরকারিভাবে জানানো হয়েছে। দেশটিতে এ পর্যন্ত পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে চিকিৎসকরা জানিয়েছে এর সংখ্যা আরও বেশি।

বিষয়টি অস্বীকার করে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, করোনা মোকাবিলায় লকডাইনসহ কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। সবশেষ তথ্যানুযায়ী ভাইরাসটি এরইমধ্যে বাংলাদেশসহ বিশ্বের ১৯৯টি দেশে ছড়িয়েছে। এসব দেশ থেকে নতুন রোগীর তথ্য জানানো হচ্ছে। পাশাপাশি যোগ হচ্ছে নতুন দেশের নাম।

করোনা ভাইরাসকে বিশ্বব্যাপী মহামারি বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০