করোনা ভাইরাস: কুড়িগ্রামে বিপাকে দিনমজুর মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ করোনাভাইরাস রোধে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ গ্রহনে ফাঁকা হয়ে গেছে কুড়িগ্রামের রাস্তাঘাট। প্রয়োজন ছাড়া বাহিরে বের না হওয়ার জন্য নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের।নিত্য প্রয়োজনীয় ঔষধ ও কাঁবাজার ছাড়া হোটেল,অফিস ও দোকানপাট বন্ধ রয়েছে।এতে দিনমজুর মানুষজন কাজে যেতে না পেরে চরম বিপাকে পড়েছে।চলতে হচ্ছে ধার-দেনা করে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে,জেলার ৩১৫ হোম কোয়ারেন্টিনে থাকলেও ১৭৭ জনকে ছাড় দেয়া হয়েছে। বর্তমানে ১৩৮ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেদোয়ান ফেরদৌস সজিব জানান, চিকিৎসক ও নার্সদের প্রস্তুত রাখা হয়েছে সুচিকিৎসা দেয়ার জন্য।