করোনা ভাইরাস; গাম্বিয়াতে এক বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গাম্বিয়ায় একজন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ মার্চ) গাম্বিয়ার স্বাস্থ্যমন্ত্রী ড. আহামাদু লামিন স্যামাথে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গাম্বিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানান, মৃত বাংলাদেশি নাগরিক গত ১৩ মার্চ সেনেগাল থেকে গাম্বিয়া যান। তার বয়স ৭০ বছর। তিনি গাম্বিয়ায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে অ্যাডওয়ার্ড ফ্রান্সিস টিচিং হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গাম্বিয়ার স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, করোনা ভাইরাসে গাম্বিয়ায় এটাই প্রথম কোনো নাগরিকের মৃত্যু হলো।