জেলা প্রতিবেদকঃ বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় নতুন করে ১২ জন আক্রান্তের খবর জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।
শনিবার (৯ মে) রাত সোয়া ১১টায় সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৫ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে ১২ জন চট্টগ্রাম জেলার এবং ৩ জন অন্যান্য জেলার বাসিন্দা। এছাড়া চমেক হাসপাতালে প্রথমদিন ৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার সব গুলোই নেগেটিভ ফলাফল এসেছে।
আক্রান্তদের মধ্যে ৮ জন নগরের দামপাড়া এলাকার বাসিন্দা। এর মধ্যে ৬ পুলিশ সদস্য ও দুইজন পুলিশ সদস্যের পরিবারের সদস্য বলে সিএমপি সূত্রে জানা গেছে।
আক্রান্ত ৬ পুলিশ সদস্য হলো- দামপাড়া পুলিশ লাইন্সের একজন কনস্টেবল, মনসুরাবাদ পুলিশ লাইন্সের একজন কনস্টেবল, সদরঘাট পুলিশ ফাঁড়ির একজন কনস্টেবল, ষোলশহর পুলিশ ফাঁড়ির একজন কনস্টেবল, খুলশী থানার একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও ট্রাফিক বন্দর বিভাগের একজন সার্জেন্ট। বাকি দুইজন সার্জেন্টের পরিবারের সদস্য।
এছাড়া নেভি হোস্টেল গেইট, ঈদগাহ বড়পুকুর এলাকার দুইজন রয়েছে নতুন আক্রান্তের তালিকায়। সীতাকুণ্ড উপজেলার আরও ২ জন এবং বিআইটিআইডিতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করার পর নমুনা পরীক্ষা করা আরও একজনের করোনা পজেটিভ পাওয়া যায়।