নিজস্ব প্রতিবেদকঃ গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫০৪ জনের নমুনা পরীক্ষা করে ৬৮ জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে পুলিশের পাঁচ সদস্য রয়েছেন।
শুক্রবার (১৫ মে) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জনের দেওয়া তথ্য অনুযায়ী বিআইটিআইডিতে ২৫৫ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। এর মধ্যে চট্টগ্রামের ১৭ জন। অন্য জেলার ৮ জন।
চট্রগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১০০ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। এর মধ্যে ৪ জন চট্টগ্রাম জেলার। বাকি ৯ জন অন্য জেলার।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ল্যাবে ১২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৭ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। তারা সবাই চট্টগ্রামের বাসিন্দা।
এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে চট্টগ্রাম জেলার ২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের সবার করোনা নেগেটিভ আসে।