জেলা প্রতিবেদকঃ জয়পুরহাটে আরও ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।গতকাল বৃহস্পতিবার ঢাকা ও বগুড়ার দুটি ল্যাব থেকে জেলা সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁদের করোনা পজিটিভ উল্লেখ করা হয়। সিভিল সার্জন সেলিম মিঞা বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় এ তথ্য দিয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার নতুন আক্রান্ত ১৩ জনের মধ্যে জয়পুরহাট সদর উপজেলার ছয়জন, আক্কেলপুরের পাঁচজন, পাঁচবিবির একজন ও ক্ষেতলাল উপজেলার একজন। এ নিয়ে জয়পুরহাট জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৭।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাস শনাক্তকরণের ৩৩০টি নমুনার মধ্যে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনের (এনআইএম) ল্যাবের ৩১৯টি ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ১১টি নমুনার ফল বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয়ে আসে। বগুড়ার ল্যাবের ১১টি নমুনার সবগুলো নেগেটিভ এবং এনআইএমের ল্যাবের ৩১৯টির মধ্যে ১৩টি নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আক্রান্ত ব্যক্তিদের আইসোলেশনে নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন তাঁদের বাড়ি লকডাউন করে লাল পতাকা টাঙিয়ে দিয়েছেন।
জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র রায় ও আক্কেলপুরের ইউএনও জাকিউল ইসলাম তাঁদের উপজেলায় করোনায় আক্রান্ত ১১ জনের বাড়ি লকডাউন করে দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।