করোনা ভাইরাস- দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ মৃত্যু, শনাক্ত ১২০২

নিজস্ব প্রতিবেদকঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৯৮ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১২০২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৫৬ জনে।

শুক্রবার (১৫ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

গত ০৮ মার্চ দেশে করোনা ভাইরাস শনাক্ত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এই দুই মাসেরও বেশি সময়ের মধ্যে শুক্রবারই সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত। অর্থাৎ নতুন রেকর্ড।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭৯ জন। মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৮২ জন।